দৈনিক আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক নাসিমা খান মন্টি, বাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান ও সাংবাদিক মাসুমুর রহমান মাসুদসহ ৪ জনের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে মুরাদনগর উপজেলা সাংবাদিক সমিতি। শুক্রবার (০৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি এন এ মুরাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান রনি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শাহেদুল আলম আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সাংবাদিক সমিতির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মমিনুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এম ফয়জুল ইসলাম ও সাংবাদিক সাজ্জাদ হোসেন প্রমুখ। উল্লেখ্য, গত ৪ জুন দৈনিক আমাদের কুমিল্লায় একটি সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে দৈনিক আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক নাসিমা খান মন্টি, কুমিল্লা জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান ও সাংবাদিক মাসুমুর রহমান মাসুদসহ ৪ জনের বিরুদ্ধে চান্দিনার এমপি ডাঃ প্রাণ গোপাল দত্ত’র অনুসারী কৃষকলীগ নেতা জয়নাল আবেদীন বাদী হয়ে গত ৭ জুন কুমিল্লার আদালতে একটি মামলা করেন। বিষয়টি নিয়ে সাংবাদিক মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
Discussion about this post