দীর্ঘদিন ধরে খুলশী থানাধীন এলাকায় পাহাড় কাটা, পাহাড়ে মাদক আস্তানা গড়ার অন্যতম হোতা মোঃ কামাল প্রকাশ সিডি কামালকে তার সহযোগী সহ গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। ১৩ মার্চ (মঙ্গলবার) ভোর ৫ঘটিকায় খুলসী ফাঁড়ির দায়িত্বে থাকা সাব-ইন্সপেক্টর ( এস আই) মোঃ আবসার এ অভিযান চালিয়ে খুলশী থানাধীন জালালাবাদ জমির হাউসিং সোসাইটি এবং আন্ধারমানিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান । গ্রেফতারকৃত আসামীরা হলো সিডি কামাল ও তার সহযোগী মোহাম্মদ জসীম। এই বিষয়ে খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, সিডি কামাল চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার সন্ধান করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Discussion about this post