বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে প্রবাসীর স্ত্রীকে উপর্যপুরি ধর্ষণের অভিযোগে গভীর রাতে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার ( ১৩ জুন) রাতে থানায় এ মামলা দায়ের করা হয়। প্রবাসীর স্ত্রীর করা এ মামলার সাথে জড়িত ও মামলার একমাত্র এ আসামীকে মামলা হওয়ার মাত্র ৩ ঘন্টার মাথায় গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া আসামীর নাম গোলাম মৌলা (৩০)। সে ইউনিয়নের উত্তর বাইশারী গ্রামের মোঃ হোসেনের ছেলে। পুলিশ জানান,ধর্ষিতা নাছিমা আক্তার (৩৩) বাদি হয়ে এ মামলা দায়ের করেন।তার স্বামী প্রবাসে রয়েছেন। সে ২ কন্যা সন্তানের জননী। বাদীনির বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৯ নস্বর ওয়ার্ডের উত্তর বাইশারী গ্রামের বাসিন্দা।বাদি তার এজাহারে বলেন, ধর্ষক তাকে জোর করে একাধিকবার ধর্ষণ করে। এতে সে গর্ভবতী হয়ে পড়লে গত ৬ জুন তার একটি পুত্র সন্তান মৃতাবস্থায় প্রস্রব হয়।
থানার অফিসার ইনচার্জ টানটু সাহা রাতে এ প্রতিবেদককে বলেন,ঘটনায় মামলা হয়েছে। যার নম্বর-৯ তারিখ-১৩ /৬/২০২৩। আসামী গ্রেপ্তার আছে। তাকে বিধি অনুসারে ব্যবস্থা নেয়া হচ্ছে।
Discussion about this post