চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত আরফাত হোসেন জিসান (১৫) নামের এক শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাচঁপুকুরিয়া গ্রামের রেজাউল করিমের একমাত্র সন্তান। জিসান ছৈয়দ-ছৈয়দা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের ব্রাহ্মণহাট রাস্তার মাথায় জিসান সড়ক দুর্ঘটনায় আহত হয়। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে ১০ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এদিকে তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক ও সহপাঠীসহ এলাকায় নেমে এসেছে শোকের কালো ছায়া।
Discussion about this post