খাগড়াছড়ির রামগড় উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার ব্যাটারী চার্জ দিতে গিয়ে এক চালক নিহত হয়েছে।বুধবার (১৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে রামগড় পৌরসভার চৌধুরীপাড়া এলাকায় এক ব্যাটারী চার্জ দেওয়ার দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালক মো. আরমান (২৬) নিহত হয়, নিহত আরমান রামগড় পৌরসভার তৈচালাপাড়া এলাকার স্হানীয় বাসিন্দা আরিফ মিয়ার ছেলে সে এক সন্তানের জনক বলে জানা যায়।
পুলিশ সুত্রে জানায়, বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ব্যাটারি চার্জ দেয়ার দোকান থেকে নিজের টমটমটি আনতে যান আরমান। কিছুক্ষণ পর ঐ দোকানের মালিক শ্যামল মারমা দোকানে ঢুকে দেখেন আরমান অচেতন অবস্থায় ভিতরে পড়ে আছে। এ অবস্থা দেখে তিনি আশেপাশের লোকজনকে ডেকে নিয়ে এসে আরমানকে অচেতন অবস্থায় উদ্ধার করে রামগড় উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইন বা চার্জারের সমস্যা থাকার কারণে পুরো অটোরিকশাটি বিদ্যাুতায়িত ছিল। কিন্তুু আরমান তা জানতেন না। এ অবস্থায় তিনি অটোরিকশাটি
স্পর্শ করার সাথে সাথেই বিদ্যুৎস্পৃষ্ট হন।
রামগড় থানার সহকারি পরিদর্শক মো: শামসুল আমিন জানান, মরদেহটি ঘটনাস্থলে হতে উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্ত করার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Discussion about this post