খাগড়াছড়ির রামগড় কৃষি অফিস প্রসঙ্গে ১৫ জুন সকাল ১০ টায় ২০২২-২৩ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসূচি র আওতায় খরিফ-২ আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৩০০ জন কৃষকের মাঝে আনুষ্ঠানিক ভাবে প্রনোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে।
রামগড় উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, এসময় আরো উপস্থিত ছিলো কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ রাশেদ চৌধুরী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লুৎফুল করিম, উপসহকারী উদ্ভিদ সংক্ষণ কর্মকর্তা সানাউল হক সহ রামগড় কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার বৃন্দ।
উল্লখ্যে কৃষি প্রণদনার ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি হারে ৩০০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে।
Discussion about this post