“গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে ধারন করে মাননীয় প্রধান মন্ত্রী ৫ই জুন দেশবাসী বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক একেএম আমিনুল হক এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি মহোদয়ের নির্দেশনায় বাহিনীর প্রতিটি ইউনিটে বৃক্ষরোপন কর্মসূচী অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় ১২ আনসার ব্যাটালিয়ন লামা, বান্দরবানে আজ ১৯ জুন সোমবার সকাল ১০.ঘটিকায় ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির বৃক্ষরোপন করা হয়েছে। উক্ত বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী, সহকারী পরিচালক জন মোহাম্মদ ইমরোজ খালেদ, আল-আমীন ও কোম্পানী কমান্ডার মোঃ মনিরুল ইসলাম,কোম্পানী কমান্ডার মুহাম্মদ রকিবুল হাসান এবং ব্যাটালিয়নের অন্যান্য সদস্যবৃন্দ।বৃক্ষরোপন শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন,লেন্স নায়েক আবু সাইয়্যেদ।
Discussion about this post