নাইক্ষ্যংছড়িতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
২১ জুন (বুধবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অফিসার্স ক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মার সভাপতিত্বে ও হাফেজ মাও.জালাল উদ্দিন ফারুকীর কোরআন তেলওয়াতের মাধ্যমে ও বান্দরবান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর
মোঃ শফিকুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় এতে উদ্বোধনী বক্তব্য রাখেন বান্দরবান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি শামসুদ্দিন মুহাম্মদ রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা মার্মা,
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দূর্নীতি দমন সাধারণ সম্পাদক মাইনুদ্দীন খালেদ, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের ব্যবস্থাপক রুহুল আমিন হেলালী, নাইক্ষ্যংছড়ি থানার এসআই মোঃ মনির প্রমুখ।কর্মশালায় অংশগ্রহণ করেন, ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার, শিক্ষক, মসজিদের ইমাম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।কর্মশালায় বক্তাগণ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।
Discussion about this post