রাঙামাটির বরকল উপজেলায় বরকল ৪৫ বিজিবি জোন কর্তৃক দূর্গম এলাকায় চিকিৎসা সেবা বঞ্চিত গরীব ও দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।গত রোববার(২৫জুন) সকালে উপজেলার আইমাছড়া ইউনিয়নে ভোয়াঠেগ বিওপি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় ভোয়াঠেগ পাড়ায় এ মেডিক্যাল ক্যাম্পেইন আয়োজন করা হয়।ওইসময় ৪৫ বিজিবি জোনের মেডিক্যাল অফিসার মেজর মোঃ জিন্নাতুন নবী ১৫জন গরীব ও দুঃস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন এবং ঔষধ বিতরণ করেন।
বরকল ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শামসুল কবীর(পিএসসি বলেন,বরকল জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আপামর জনগণের মধ্যে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এর ভাবধারাকে সমুন্নত রাখতে বরকল ব্যাটালিয়ন(৪৫বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং প্রত্যন্ত এলাকায় সুবিধাবঞ্চিত জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা সর্বদা অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।
Discussion about this post