কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইষ্টগ্রাম মোল্লাবাড়ী নিবাসী আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নান সাহেবের ছোট মেয়ে,সৈয়দপুর কামিল মাদ্রাসার মুহাদ্দিস আবদুল লতিফ সাহেবের ভাতিজি , আব্দুস সালামের ছোট বোন ও সাংবাদিক ও কলামিস্ট মাওঃ মো:আনোয়ার হোসাইন এর স্নেহের মামাতো বোন, “শরীফা আক্তার মুন্নি” ঢাকার মুগদা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (০৬ জুলাই)২০২৩ইং, সকাল ০৬ ঘটিকার সময় ইন্তেকাল করেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইষ্টগ্রাম রওজাতুল উলুম দারুস সুন্নাহ মাদ্রাসার মাঠে বাদ জোহর প্রথম জানাজা নামাজ পড়ান, চাচা মুহাদ্দিস আবদুল লতিফ সাহেব এবং নবীনগর উপজেলা নারুই বারো আউলিয়া আলিম মাদ্রাসার মাঠে দ্বিতীয় জানার নামাজ পড়ান বড়বোন জামাই আরবি প্রভাষক, মাওলানা খায়রুল ইসলাম, জানাজা শেষে তাঁর স্বামী মো: সুমন মিয়ার বাড়ীর পার্শ্বে নারুই গ্রামের প্রাচীন কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল প্রায় ২৬ বছর, তিনি ০৬ বছর বয়সের একমাত্র ছেলে মো:মাহমুদুর রহমান, স্বামী, শাশুড়ী, পিতা- মাতা, চাচা- চাচী, ০৪ বোন, ০২ভাই সহ দুই পরিবারের অনেক আত্মীয়স্বজনদের কে কাঁদিয়ে মহান আল্লাহ তায়ালার ফায়সালা অনুযায়ী চলে গেছেন না ফেরার দেশে।
“পরিবারগুলোওে নেমে এসেছে শোকের ছায়া”
মহান আল্লাহ রাব্বুলআলামিন সবাইকে শোক সইবার ও সবুরে জামিল ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম নছিব করেন (আমিন)
উল্লেখ্য: আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নান ও বেগম মান্নান দুজনই হজ্জে আছেন,যার কারণে তাদের ছোট্ট মেয়ের শরীফা আক্তার মুন্নির কাফন – দাফনে অংশগ্রহণ করতে পারেননি। মেয়ের মৃত্যুর খবর শুনতে পেয়ে মানুষিক ভবে ভেঙে পড়েছেন। মেয়ের মৃত্যুর শোক কাটিয়ে সুস্থ ভাবে দেশে পৌঁছাতে পারেন সে জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
Discussion about this post