পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভাড়াটে মোটরসাইকেল চালক ওমর ফারুক হত্যা মামলার আরেক আসামি মনির হোসেনকে (২৪ ) নামে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১০জুলাই) আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপরাধীর অবস্হান সনাক্ত করে এস আই মাসুদুল আলম পাটোয়ারীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স চট্টগ্রামের জোরালগঞ্জ থানার করেরহাট ফরেস্ট অফিস এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃত উপজেলার আমতলী ইউনিয়নের দেওয়ান বাজার এলাকার মো. সিরাজ মিয়ার ছেলে।এর আগে ১৪ জুন মাটিরাঙ্গার রামশিরা বাজার এলাকা হতে আরেক আসামি মো. ইমরান হোসেনকে আটক করা হয়।
গত ৩১ মে সন্ধ্যা সাড়ে ০৭টার সময় তবলছড়ির মোল্লা বাজার হতে মোটরসাইকেলে ভাড়া যাত্রী নিয়ে মাটিরাঙ্গা যাওয়ার পথে মোটর সাইকেলসহ নিখোঁজ হয়। ২ জুন নিখোঁজকৃত ব্যক্তির বাবা মাটিরাঙ্গা থানায় একটি সাধারণ ডায়রি করেন,এবং ৪ জুন উপজেলার আমতলী ইউপি’র মতু মগপাড়া সীমান্তবর্তী এলাকায় ফারুকের গলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের বাবা বাদী হয়ে ৫ জুন মাটিরাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করলে অভিযানে নামে থানা পুলিশ ।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ ওসি মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মোটরসাইকেল চালক ফারুক হত্যা মামলার আসামী মনির হোসেন নামে ১ জনকে আটক করা হয়েছে,এ মামলায় অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Discussion about this post