চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন ইউনিএইড কোচিংয়ের পরিচালকের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে চাঁদা দাবির অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে আদালত। সোমবার (১০ জুলাই) দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ, চট্টগ্রাম এর বিচারক মোঃ আমিরুল ইসলাম অভিযোগ গঠন সংক্রান্ত শুনানি শেষে এই আদেশ দেন। এ সময় দুই অভিযুক্ত আদালতে উপস্থিত ছিলেন।
অভিযুক্ত নুরুল আজিম রনির পক্ষে নিযুক্ত আইনজীবী এড. মোশারফ হোসেন জানান, দীর্ঘ শুনানি শেষে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে আনীত দন্ডবিধির ৩৮৫ ধারার অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদের চাঁদা দাবির অভিযোগ থেকে অব্যাহতির আদেশ দেন।
রনির অপর আইনজীবী এড.মিঠুন বিশ্বাস জানান, রাষ্ট্রপক্ষ নুরুল আজিম রনি ও নোমান চৌধুরী রাকিবের বিরুদ্ধে মারধর ও চাঁদা দাবির অভিযোগে দন্ডবিধির একাধিক ধারায় অভিযোগ গঠনের প্রার্থনা করে। আদালত উভয় পক্ষের শুনানি শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আনা চাঁদা দাবির অভিযোগের সত্যতা পায়নি। তবে তাদের বিরুদ্ধে মারধরের অভিযোগে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করার আদেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৯শে এপ্রিল ইউনিএইড কোচিং এর পরিচালক রাশেদ মিয়া মারধর ও চাঁদা দাবির অভিযোগে পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন।
Discussion about this post