ঐতিহাসিক ১৮ জিলহজ ঈদে গাদীর’র খুমীর এর গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১১ জুলাই (মঙ্গলবার) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠান আয়োজন করেন আনজুমানে মুহিব্বানে আহলেবাইত – চট্টগ্রাম। এ আলোচনায় বক্তরা হযরত আলী ইবনে আবী তালিব কেনো মাওলা আলী হলেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় তুলে ধরেন। রাসুল (সাঃ) জীবদ্দশায় সর্বশেষ যুদ্ধ তাবুকের যুদ্ধ, যে যুদ্ধে নেতৃত্বে দিয়েছেন রাসুল (সাঃ) এবং মাওলা আলী (আঃ) মদিনার স্থলাভিষিক্ত করেন। এতে প্রমানিত হয় মাওলা আলী (আঃ) ঐ রাসুল (সাঃ) ওফাতের পর একমাত্র খেলাফতের বৈধ উত্তরাধিকারি। হুজ্জাতুল ইসলাম আমজাদ হোসেন সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জজ কোর্ট এডভোকেট মোঃ গোলাম ফারুক, খুলনা এগ্রিকালচার ট্রেনিং ইনিস্টিউট’র সাবেক অধ্যক্ষ শেখ শহিদুজ্জামান, ঢাকা মুসাফির খানা গরীবানা দরবার শরীফ’র পরিচালক মুফতি আসাদুজ্জামান সুফিবাদী, রাজনীতিবিদ জাহিদুল ইসলাম, দৈনিক আমাদের নতুন সময় চট্টগ্রাম ব্যুরো প্রধান কামাল পারভেজ ও রাঙ্গুনিয়া পীরানে পীর হযরত আব্দুল কাদের জিলানী সুন্নিয়া দাখিল মাদরাসা সুপারন্টেন্ডেন্ট মোঃ আনোয়ার কামাল তাহেরি প্রমুখ।
Discussion about this post