পার্বত্য চট্টগ্রামে চলমান সমস্যা এবং বসবাসরত বাঙালিদের অধিকারের আলোকে সাংবাদিক সম্মেলন করেন পার্বত্য চট্টগ্রামের নাগরিক পরিষদ (পিসিএনপি)। ১৫ জুলাই (শনিবার) দুপুরে বান্দরবান জেলা পার্বত্য চট্টগ্রাম ছাত্রাবাস চত্বরে,মুসাফির পার্ক এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান লিখিত বক্তব্যে বলেন, সরকার ও দেশের জনগণের উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রামের চলমান রাজনৈতিক সংকট ও সন্ত্রাসী বিচ্ছিন্নতাবাদী রাষ্ট্রদ্রোহী সংগঠন, জেএসএস, ইউপিডিএফ, ইউপিডিএফ(সংস্কার) ও কেএনএফ নিজ দেশের ভেতরে পরিচালিত রাষ্ট্রদ্রোহীতামূলক কর্মকান্ড, সেনাবাহিনীসহ সামরিক ও আধাসামরিক বাহিনী এবং জনসাধারণের উপর প্রকাশ্যে ও অপ্রকাশ্যে আক্রমণ ও হত্যাযজ্ঞ চালানো, লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষণ, গরীব অসহায় নাগরিকদের নিজ ভিটেমাটি থেকে উচ্ছেদ করে তারা সেনাসদস্য হত্যা, অপহরণ ইত্যাদি অব্যাহত রেখেছে। ফলে বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের শান্তিপূর্ণ পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে।তাই আপনাদের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে চলমান সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীদের ষড়যন্ত্র ও তৎপরতা দমনে এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যাদি সম্পর্কে পিসিএনপি’র অবস্থান, দৃষ্টিভঙ্গি ও মতামত তুলে ধরছি। পার্বত্য চট্টগ্রামের চলমান জাতীয় সমস্যা সমাধানে জনগণের পক্ষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে তুলে ১৭ লিখিত দাবি তুলে ধরেন।
সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন পিসিএনপি’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আলমগীর ও চট্টগ্রাম থেকে আসা ও বান্দরবান জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি’র) নেতৃবৃন্দ।
Discussion about this post