কুমিল্লার দেবীদ্বার পৌরনির্বাচন দীর্ঘ ২১ বছর পর
সোমবার (১৭ জুলাই) নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে মেয়র পদে ০৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো: সাইফুল ইসলাম শামীম (১২ হাজার ১৪৯ ভোট পেয়ে) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (নারিকেল গাছ প্রতীক) স্বতন্ত্রপ্রার্থী আবুল কাশেম চেয়ারম্যান পেয়েছেন ৭ হাজার ৭৭১ ভোট। দেবীদ্বার পৌর নির্বাচনে মোট ভোটার সংখ্যা :৪৪হাজার ৫০৯ জন। দেবীদ্বার ৯টি ওয়ার্ডে ১৪ টি ভোট কেন্দ্রের ১২৪ টি ভোট কক্ষে ভোট পড়েছে ২৯ হাজার ৬৪২ ভোট।
মেয়র প্রার্থীদের মধ্যে ২ জন প্রার্থী জামাত হারিয়েছেন। নির্বাচনের বিধি অনুযায়ী ভোটকম পাওয়ায় জামানত বায়েজাপ্ত হচ্ছে তাদের। মোট প্রাপ্ত ভোটের ৮ শতাংশের কম পাওয়ায় এ ২ মেয়র প্রার্থীর জামানত বায়েজাপ্ত!
নির্বাচিত সাধারণ কাউন্সিলর হলেন যারা –
সাধারণ কাউন্সিলরঃ
০১ নং ওয়ার্ড- মোঃ আবদুল কাদের।
০২ নং ওয়ার্ড আমির হোসেন।
০৩ নং ওয়ার্ড সৈয়দ নাইমুর রহমান।
০৪ নং ওয়ার্ড- মোঃ আবুল হোসেন।
০৫ নং ওয়ার্ড- মোঃ বাশার সরকার।
০৬ নং ওয়ার্ড- মোঃ আব্দুল আলিম।
০৭ নং ওয়ার্ড- বাছির উদ্দিন।
০৮ নং ওয়ার্ড মোঃ মজিবুর রহমান।
০৯নং ওয়ার্ড- মোঃ আবু সাইদ।
সংরক্ষিত মহিলা কাউন্সিলরঃ
১,২,৩ নং ওয়ার্ড-মোসাঃ কামরুন্নাহার
৪,৫,৬ নং ওয়ার্ড-শামীমা আক্তার
৭, ৮,৯ নং ওয়ার্ড- শারমিন আক্তার
উল্লেখ্য : দেবীদ্বার পৌরসভার পৌর নির্বাচিত প্রথম মেয়র হলেন সাইফুল ইসলাম শামীম।
Discussion about this post