কর্ণফুলীতে ৫ কেজি গাঁজাসহ সাহাব উদ্দিন সাবু নামক এক যুবকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭) জুলাই উপজেলার শিকলবাহা এলাকায় সদরঘাট নৌ’পুলিশ এবং কর্ণফুলী থানা পুলিশের এক অভিযানে ওই মাদককারবারীকে আটক করা হয়। আটক সাহাব উদ্দীন সাবু শিকলবাহা ইউনিয়নের স্থানীয় নবী হোসেনের পুত্র। সদরঘাট নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, শিকলবাহা এলাকায় অস্ত্র আইনের এক আসামীকে আটকে অভিযান পরিচালনা করতে গিয়ে আরেক মাদককারবারীকে আটক করা হয়েছে। এসময় তার কাছে ৫ কেজি গাঁজা ও নগদ সাড়ে নয় হাজার টাকা উদ্ধার করা হয়।শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোবারক হোসেন বলেন, শিকলবাহা এলাকা থেকে সাহাব উদ্দীন নামের এক মাদক কারবারীকে গাঁজা ও নগদ অর্থসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মাদককারবারীর বিরুদ্ধে আগেও একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ছিল বলে জানান ফাঁড়ি ইনচার্জ মোবারেক হোসেন।
Discussion about this post