চট্টগ্রামের কর্ণফুলী নদী দখল ও দূষণ রোধকল্পে বাংলা বাজার ঘাট সাম্পান মালিক সমিতির কার্যালয়ে লোকমান দয়ালের সভাপতিত্বে এক স্থানীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্রগ্রাম ফোকাল বেলা ফিল্ড ফ্যাসিলিটেটর মনিরা পারভিন, ও বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার বেলা ফয়সাল,এস.এম.ফেয়ার আলী, মোহাম্মদ ইউসুফ, শফি আলম, ইউসুফ আহমেদ,বাপ্পী,ও সাম্পান সমিতির নেতৃবৃন্দগণ। এসময় এস এম পেয়ার আলী বলেন, কর্ণফুলী বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের প্রাণ। এই নদীর ওপর দেশের অর্থনীতি নির্ভরশীল, কিন্তু ক্রমেই এ নদী অসুস্থ হয়ে পড়ছে।কয়েকবছর আগে নদীতে জেলেরা জাল নদী থেকে বিভিন্ন প্রজাতির মাছ শিকার করতো।কিন্তু আজ কর্ণফুলী নদী দখল ও দূষনের কারনে বিভিন্ন প্রজাতি মাছ বিলুপ্তি হয়ে যাচ্ছে।মনিরা পারভিন বলেন, বানিজ্যিক রাজধানী চট্রগ্রামের হৃদপিণ্ডখ্যাত কর্ণফুলী নদী।অবৈধ দখলে ছোট হয়ে গেছে কর্ণফুলী নদী। একসময়ের বাণিজ্যের কেন্দ্রবিন্দু চকবাজার, ঘাটফরহাদবেগ এলাকার পাশ দিয়ে যাওয়া চাক্তাই খালটি এখন নালাসদৃশ। নৌকা নয়, এখানে সব সময় ভাসমান অবস্থায় থাকে আবর্জনা। বেড়েছে নদী ও সংলগ্ন খালের দূষণ। এর দায় যতটা প্রকৃতির, তার চেয়ে বেশি দখলদারদের
Discussion about this post