প্রহেলিকা সিনেমার নায়ক মাহফুজ, নায়িকা বুবলি, ছবির পরিচালক চয়নিকা চৌধুরী, গীতিকার আসিফ ইকবাল সহ ৬ সদস্যের টিম গতকাল চট্টগ্রাম সিনেমা হল পরিদর্শন ও দর্শকদের সাথে মত বিনিময় করেন।প্রহেলিকা সিনেমার প্রয়োজক বিশিষ্ট গীতিকার কবি জামাল হোসেন এবং প্রযোজনা সংস্থা রঙ্গন মিউজিকের পক্ষ থেকে টিমকে চট্টগ্রাম এয়ারপোর্টে স্বাগত জানান কবি শাওন পান্থ, শিল্পী সুবর্না রহমান, লায়ন সামিদুল হক, মডেল গুঞ্জন প্রমুখ।আগ্রাবাদে হোটেল এমব্রশিয়ায় প্রহেলিকা টিমের সম্মানে আয়োজিত লাঞ্চ পার্টিতে মিডিয়া ব্যক্তিত্ব নাসরিন ইসলাম, দ্রুততম নারী রেহানা পারভিন প্রমূখ অংশগ্রহণ করেন।টিমটি চট্টগ্রাম সিলভার স্ক্রিনে দুটো শোতে দর্শকদের সাথে মত বিনিময় করেন এবং বিভিন্ন পত্র পত্রিকা ও টিভিতে সাক্ষাৎকার প্রদান করেন।
Discussion about this post