খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তপ্ত মাষ্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এশা ত্রিপুরা নবীনা ৪২ হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। সোমবার (২৪ জুলাই) খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা যায়, জেলা সদরের মহাজনপাড়ার ভাড়া বাসায় গত শুক্রবার দিবাগত রাতে রহস্যজনকভাবে মৃত্যুবরন করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এশা ত্রিপুরা। এই ঘটনায় স্বামী উদ্দীপন ত্রিপুরাকে ঐ দিন নিজ বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ত্রিপন জয় ত্রিপুরা, সুজন বড়ুয়া, হিরেন ত্রিপুরা প্রমূখ।
Discussion about this post