নগরীর সিইপিজেডস্থ বে-শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২০মার্চ(রোববার) সকাল ৯টায় শুরু হয়ে বিকেল পর্যন্ত সমিতির কার্য্যলয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবী-ক্রীড়া সংগঠক, মের্সাস তাহমিনা এন্টারপ্রাইজের প্রধান পরিচালক আলহাজ্ব মোঃ মোরশেদ আলম চৌধুরী (তাজু) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে কাজী আজিজুল হক নির্বাচিত হয়েছেন।
সুষ্ঠু সুন্দর ওপরিচ্ছন্ন ভোটে গ্রহণে সহ-সভাপতিএস.এম তাহের আমিন(টেলিফোন), যুগ্ন সাঃসম্পাদক হাফেজ নজরুল ইসলাম(আনারস),সাংগঠনিক সম্পাদক-মোঃ মিজান( কলস) এবং প্রচার-সাহিত্য ওসমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ নেজাম উদ্দীন সেলিম (মার্কা প্রতীক ) নিয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
আরো যারা নির্বাচিত হন–অর্থ সম্পাদ মোহাম্মদ মুছা,ধর্ম ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম,কার্য্যকরী সদস্য পদে মোঃজারগাম মেহেদী জয়ী হয়েছে।
রোববার বিকেলে সমিতির নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক , সহকারী কমিশনার পূজন চন্দ্র দে, সদস্য অহিদুর রহমান ফারুখ ভোটে প্রাপ্ত ফলাফল ঘোষনা করেন।
এদিকে দুপুরের দিকে সাবেক সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক চন্দন সরকার,বিভিন্ন আইনী সংস্থার সদস্য,ব্যবসায়ী প্রতিনিধি, বেপজার প্রতিনিধি,গণমাধ্যম কর্মী ও দুই চেম্বারের প্রতিনিধিগণ নির্বাচন পর্যাবেক্ষণ করেন।
রোববার ভোট গ্রহণ শেষে আগামী২০২২-২০২৩বর্ষের ০৯সদস্য নির্বাচিত কার্য়্যকরী পরিষদের চূড়ান্ত নাম ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ।
Discussion about this post