কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৩৫ কেজি গাজাঁ বোঝাই পিকআপ গাড়ীসহ চালককে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। রবিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার চাপিতলা ইউনিয়নের চাপিতলা-বিষ্ণপুর সড়কের চাপিতলা মা-বাবা বিক্সসর সামনে থেকে আটক করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।আটককৃত গাড়ি চালক মনির হোসেন (৩৬) হলেন ব্রহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার নোয়াপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানাধীন রাজা চাপিতলা হইতে চাপিতলা-বিষ্ণপুর সড়ক হয়ে একটি মাদকের চালান যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার এসআই মোঃ ওবায়দুলের নেতৃত্বে এক দল পুলিশ চাপিতলা-বিষ্ণপুর সড়কের চাপিতলা মা-বাবা বিক্সস’র সামনে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায়। এ সময় নীল হলুদ রং এর (চট্ট-মেট্টো- নং ১১-২৫২৪) নাম্বারের গাড়িটি তল্লাশী চালিয়ে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং পিক-আপ গাড়ীসহ চালককে আটক করা হয়।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণীর ১৯ (গ)/৪১/৩৮ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সোমবার (৩১ জুলাই) সকালে কুমিল্লা আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন।
Discussion about this post