খাগড়াছড়িতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’র অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী চেক বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব
করেন,এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।এসময় চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান ও খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক এইচ এম প্রফুল্ল।বক্তারা বলেন, দেশের গনমাধ্যমকর্মীদের কল্যাণে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য,এ ধরনের মানবিক ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চেয়েছেন বক্তারা।
এদিন খাগড়াছড়ির অসুস্থ ৪ জন ও দুস্থ সাংবাদিকদের মাঝে ৩ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।এসময় উপস্থিত ছিলেন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার নেতৃবৃন্দ প্রমুখ।
Discussion about this post