রাঙামাটিতে পাবর্ত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, মহিলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের জেলা- উপজেলা কমিটির নেতাকর্মীদের নিয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ আগস্ট) বিকাল ৪ ঘটিকায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে রাঙামাটি প্রেস ক্লাব সম্মেলন কক্ষে এই যৌথসভা অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি শাব্বির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাংগামাটি জেলা পিসিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান। কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোঃ আবদুল মজিদ, রাঙামাটি জেলা কমিটির সহ-সভাপতি আমীর মোঃ ছাবের , প্রচার সম্পাদক মোঃ হুমায়ুন কবির, পৌর কমিটির সভাপতি মুহাম্মদ ইব্রাহিম, সদর উপজেলা কমিটির সভাপতি ছগির আহমদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার, ছাত্র পরিষদের রাঙামাটি জেলা কমিটির সভাপতি মোঃ হাবিব আজম সহ জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দরা।
যৌথসভায় পার্বত্য এলাকার সকল নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে কাজ করার পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে কাজ করছে পিসিএনপি। পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিনের চলমান সমস্যা সমাধানে সরকার ও পার্বত্য চট্টগ্রামে দায়িত্বে নিয়োজিত সকল প্রশাসনকে পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রক্রিয়ায় সমর্থন ও পরামর্শ দিয়ে সমস্যা সমাধানে কাজ করার প্রতিজ্ঞা বদ্ধ হয় যৌথসভায় অংশনেওয়া নেতৃবৃন্দরা।
যৌথসভায় পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষের বৃহৎ স্বার্থে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের আইন সংশোধনের উপর ৮দফা দাবী জানান।
যৌথসভায় আন্তর্জাতিক আদিবাসী দিবসকে কেন্দ্র করে বাংলাদেশের উপজাতিদের আদিবাসী দিবস পালনের প্রতিবাদে মানববন্ধন, ৯ই সেপ্টেম্বর পাকুয়াখালী ট্রাজেডি (৩৫ কাঠুরিয়ার হত্যা) দিবস পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
Discussion about this post