কুমিল্লার মুরাদনগরে মুরাদনগর সাহিত্য পরিষদের উদ্দ্যােগে এ-ই প্রথম মুরাদনগর উপজেলা সদরের কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হল মুরাদনগর সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা ও অভিষেক অনুষ্ঠান।
শুক্রবার (০৪ আগস্ট) বিকেল ৪.০০ টায় কবি এম,এ,আলীমের সভাপতিত্বে এতে উদ্বোধক হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূইয়া জনী এই জমকালো অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছলেন বিশিষ্ট লেখক, গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব ড. এম, শাহেদুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন, কবি ও গবেষক জনাব সাইফ সাদী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ভীম চন্দ্র সানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মনিরুজ্জামান,কবি মুনীরুল ইসলাম ও প্রকৌশলী মো: এনামুল হক খান।
আরও উপস্থিত ছিলেন কবি, সাংবাদিক ও কলামিস্ট: মওলানা মো: আনোয়ার হোসাইন সহ-সভাপতি বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা কমিটি। প্রতিষ্ঠাতা সভাপতি, বাংগরা বাজার থানা প্রেসক্লাব। কবি শাহজালাল সরকারের সঞ্চালনায়
উক্ত অনুষ্ঠানে যেসকল কবি তাঁদের স্বরচিত কবিতা পাঠ করেন, তাঁরা হলেন- কবি শাকিলা ইয়াসমিন, কবি সুপ্রিয়া ভৌমিক, কবি মোঃ রাফি তানভীর, কবি সাইদুল হাসান, কবি বশির আহমেদ, কবি শাহজালাল সরকার, কবি নিমাই দাস, কবি আরিফুল হাসান, কবি মোতাহার হোসেন সরকার, কবি নটরাজ অধিকারী, কবি আব্দুর রহমান, কবি সাবরিনা ইয়াসমিন, কবি হাফেজ নজরুল মাহমুদ।এরপর পঠিত কবিতা ও ছড়ার মধ্য থেকে ৬জন বিজয়ীকে পুরষ্কার প্রদান করা হয়।
উল্লেখ্য : উক্ত অনুষ্ঠানে মুরাদনগর সাহিত্য পরিষদকে আনুষ্ঠানিকভাবে সরকারি স্বীকৃতি প্রদাণপূর্বক ক্রেষ্ট উপহার দেন মাননীয় উপজেলা নির্বাহী অফিসার।
অনুষ্ঠান শেষে সকলের মধ্যে খাবার বিতরণ করা হয়।
Discussion about this post