ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে প্রতিষ্ঠিত মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম, এমএএফ চট্টগ্রামের উদ্যোগে পশ্চিম ও পূর্ব বাকলিয়া এলাকার অতিবর্ষণ ও জোয়ারের পানিতে নিমজ্জিত অংশে শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জৈষ্ঠ্য আঞ্চলিক ব্যবস্থাপক সদরুল আমিন, এম এ এফ চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি তাসলিনা আক্তার মনি, অর্থ সম্পাদক সুলতানা চৌধুরী, সদস্য জিয়াউল হক সোহেল, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ইলেকটোরাল প্রোগ্রাম অ্যাসোসিয়েট তামান্না আহমেদ বহ্নি, সিনিয়র অপারেশনস অ্যাসিস্ট্যান্ট আবুল হাসান চৌধুরী রনি প্রমুখ। ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, অতিবর্ষণ ও জোয়ারের পানিতে নিমজ্জিত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ভেদাভেদ ভুলে সকলের এগিয়ে আসতে হবে।
Discussion about this post