খাগড়াছড়িতে সংবিধান পরিপন্থী আদিবাসী স্বীকৃতির দাবী আদায়ের নামে দেশ বিভক্তির নীল নকশা চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
বুধবার (৯ আগস্ট) খাগড়াছড়ি পৌর শহরের শাপলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মুজিবুর রহমান এ মানববন্ধনের সভাপতিত্বে করেন। এসময় বক্তারা বলেন,সংবিধান পরিপন্থী ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার থেকে বিরত থাকার আহবান জানান, ৯ আগস্ট আন্তর্জাতিক দিবসকে কেন্দ্র করে কিছু সুশীল, বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পত্রপত্রিকার সম্পাদকরা টিভির টকশো ও সভা-সেমিনারে সংবিধান বিরোধী আদিবাসী শব্দ ব্যবহার করে। এদেশের উপজাতিদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে এনজিও, দাতাসংস্থা এবং খ্রিস্টান মিশনারীসহ পশ্চিমা দাতাসংস্থার এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়ে।
বক্তব্য আর ও বলেন,২০১১ সালের ৩০ জুন সংবিধানের পঞ্জদশ সংশোধনিতে (২৩)ক ধারায় সস্কৃতি সংক্রান্ত একটি অনুচ্ছেদ সংযোজন করে বলা হয়,রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিস্বত্বা, ক্ষুদ্র নৃ গোষ্ঠী, সম্প্রদায়ের অনন্য বৈশিষ্টপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্হা গ্রহন করবে।
অত্যন্ত দুংখ জনক হলে ও সত্যি যে,প্রজ্ঞাপন ও সংবিধান কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে,বাংলাদেশের তথাকথিত আদিবাসী ফোরাম ও তথাকথিত গণমাধ্যম। তারা হরহামেশাই আদিবাসী শব্দ ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রের সাথে ধৃষ্টতা প্রদর্শন করছে।আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় উপস্হিত ছিলেন, সংগঠনের মহাসচিব আলমগীর কবির, যুগ্ম সম্পাদক প্রকৌশলী আব্দুল মজিদ, অর্থ সম্পাদক মো. লোকমান হোসেন, সদস্য সচিব মাসুম রানা, ছাত্র পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি আসাদ উল্লাহসহ উপজেলা নেতৃবৃন্দ প্রমুখ।
Discussion about this post