আলীকদম উপজেলার ডিম পাহাড় থেকে আরও প্রায়ই ৭ কিলোমিটার পায়ে হেঁটে সাইম্প্রা ঝর্ণা দেখতে পর্যটক টিমের রাফি নামক এক পর্যটকের লাশ উদ্ধার করে সেনাবাহিনী। জানা যায়, ১১ আগস্ট চট্টগ্রাম নগরীর চকবাজার থেকে আসা পর্যটক যুবক রাফির পা পিছলে নিচে পড়ে পাথরের সাথে মাথায় আঘাত পেয়ে আহত হয়, পরে প্রচুর রক্তক্ষরণ হয়ে মৃত্যু বরণ করেন। ১২ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন খবর পেয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা সদর নিয়ে আসে। উদ্ধার কাজে ও সার্বক্ষণিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন পিসিএনপি’র বান্দরবান জেলা সভাপতি এবং আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম ।
মৃত রাফির লাশ গহীন অরণ্য থেকে বাংলাদেশ সেনাবাহিনী কাঁদে বহন করে নিয়ে আসে এবং তাঁদের ২১ সদস্যের পর্যটককে উদ্ধার করায় পিসিএনপি’র চেয়ারম্যান ও মহাসচিব ধন্যবাদ জানান।
Discussion about this post