ঢাকা থেকে বেড়াতে এসেছিলো নানার বাড়িতে। সাতার না জানায় নৌকা ডুবিতে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৮ আগস্ট) বেলা ১১টায় জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নে ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে।মারা যাওয়া দুজন হলো ঢাকায় বসবাসকারী আনিসুর রহমানের মেয়ে মেডিকেল কলেজ পড়ুয়া অরণ্য আক্তার (২০) ও ছেলে তানভীর রহমান (১৬)।স্থানীয়রা জানান, বেলা ১১টায় শখের বশে তানভীর ও অরণ্য মামাতো ভাইদের সঙ্গে নিয়ে মোট ছয়জন খাটরা গ্রাম সংলগ্ন ডাকাতিয়া নদীতে ঘুরতে যান। ওই সময় প্রবল বাতাসে নৌকা উল্টে নদীতে ডুবে যায়। সাঁতার কেটে অন্যরা তীরে উঠতে পারলেও তারা ভাই-বোন ডুবে যান।
পরে গ্রামবাসী দীর্ঘ পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে তানভীরকে মৃত অবস্থায় ডাকাতিয়া নদী থেকে উদ্ধার করে। এরপর চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ও ডুবুরিরা অরণ্যের মরদেহও উদ্ধার করে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
Discussion about this post