কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে খাগড়াছড়ি জেলা বিএনপি’র
পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৯ আগষ্ট দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে বিএনপির কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা বের করা হয়,পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত সড়কে সকল নেতাকর্মীর অংশগ্রহণের মাধ্যমে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, এক দফা দাবি আদায়ের মাধ্যমে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ঘরে ফেরার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সরকারের মেয়াদ ফুরিয়ে এসেছে। তাই সরকার এখন পলানোর পথ খুঁজছে।এ সময় আদালত সড়কে যানবাহন চলাচলে বিঘ্নয় ঘটে । কর্মসূচিকে ঘিরে শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, মংসুইথোয়াই চৌধুরী, যুগ্ম সম্পাদক এডভোকেট মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন, উপজাতীয় বিষয়ক সম্পাদক অটল চাকমা, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম রাসেল, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলমসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
Discussion about this post