খাগড়াছড়ির রামগড় উপজেলার পিলাকখাল এলাকা হতে ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধ পথে নিয়ে আসা লেহেঙ্গা ও শেরওয়ানীর একটা চালান আটক করেছে দেশের সীমান্ত সুরক্ষায় নিয়জিত থাকা বর্ডার গার্ড বাংলাদেশ। রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি )।
সোমবার (২১ আগস্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ লাচারিপাড়া বিওপির নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে একটি টহল দল উপজেলার পিলাকখাল এলাকা হতে মালিকবিহীন অবস্হায় ৭ বস্তা ভর্তি এসব পোশাক জব্দ করে।
বিজিবি সুত্রে জানা যায়, পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে অবৈধ ভারতীয় এসব মালামাল রেখে পালিয়ে যায়, জব্দকৃত ভারতীয় অবৈধ এসব মালামালের মধ্যে রয়েছে ২২৮টি থ্রী পিস, ২৭পিস লেহেঙ্গা ও শেরওয়ানী ২ পিস জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য ১৫ লাখ টাকা।
জব্দকৃত এসব পোশাক সীতাকুন্ড কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।
বর্ডারগার্ড বাংলাদেশ রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তে অবৈধ চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে বিজিবির নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
Discussion about this post