কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের বৈলঘর ও হিরাকাশি গ্রামে কৃষি জমি রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুসারে শনিবার (২৬ আগস্ট) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাজমূল হুদা। উক্ত অভিযানের সময় ০১ অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়। রাস্তা দূর্গম ও বর্ষার পানি থাকায় ঘটনাস্থলে ৪ টি অবৈধ ড্রেজার মেশিন ও বার বার ড্রেজিং কাজে ব্যবহৃত ১৫০০ টি অবৈধ পাইপ (১৮,০০০ ফুট) বিনষ্ট করা হয়। অভিযানে প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা প্রদান করেন বাংগরা বাজার থানা পুলিশের একটি চৌকস দল।
উপজেলার কৃষিজমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
Discussion about this post