প্রেম,সাম্য,মানবতা ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম প্রয়াণ দিবস আজ, ১৩৮৩ বঙ্গাব্দের ১২ভাদ্র। জীবনাবসান হয় বিদ্রোহী কবির। দীর্ঘদিন নির্বাক থাকার পর ৭৭ বছর বয়সে মৃত্যুবরন করেন।
‘মসজিদের পাশে আমার কবর দিও ভাই ‘ – কবির ইচ্ছা পূরণ করতে ও স্মরণে রাখতে তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই।
তার প্রয়াণ দিবসে আজ রবিবার (২৭আগস্ট)২০২৩ইং, যথাযোগ্য মর্যাদায় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় জাতীয় কবিকে স্মরণ করছে তার ভক্ত এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
কুমিল্লা কবি তীর্থ দৌলতপুর নার্গিস নজরুল মিলনায়তনে নজরুল মঞ্চে আয়োজন করা হয় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়ান দিবস।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙ্গালীর শ্রেষ্ঠ সম্পদ। তিনি আমাদের ইতিহাসের অংশ, ইতিহাস ও জাতীয় স্বীকৃতি কখনও অলিখিত থাকতে পারেনা।
এমতাবস্থায় কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি ‘ হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশের জন্য সরকারের প্রতি নজরুল নিকেতন ও বাঙ্গরা বাজার থানা প্রেসক্লাব জোর দাবি জানাচ্ছি।
বাঙ্গরা বাজার থানা প্রেসক্লাবের পক্ষ থেকে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থাকবে চিরকাল, আজ ৪৭তম প্রয়াণ দিবসে কবির মাগফিরাত কামনা করছি (আমিন)।
লেখক : কবি, সাংবাদিক ও কলামিস্ট:-
Discussion about this post