রেজি তথ্য

আজ: সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর দেওয়া ঘর চাবিসহ বুঝে পেয়ে নবীনগরের ৫০টি গৃহহীন পরিবার উচ্ছাসিত

মোঃ আনোয়ার হোসাইন, কুমিল্লা :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের হুরুয়া নয়া পাড়ায় মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পের আওতাধীন নির্মিত ঘরগুলো চাবিসহ বুঝে পেলো ৫০টি গৃহহীন পরিবার। সোমবার (২৮ আগস্ট)   আনুষ্ঠানিকভাবে লটারীর মাধ্যমে নিরপেক্ষ থেকে চাবীসহ তালিকাভুক্ত ৫০টি পরিবারকে ঘরগুলো বুঝিয়ে দেন জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি। ঘর বুঝে পেয়ে বেশ উচ্ছাসিত ছিলো ঘর পাওয়া প্রতিটি হতদরিদ্র পরিবারের সদস্যরা।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাকির হোসেন, ইউপি সদস্য মোঃ খোরশেদ আলম ও মোঃ মামুন মিয়া, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রফিকুল ইমলাম মাঈনু সরকার, সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বিল্লাল হোসেন, সাধারন সম্পাদক বাদল সরকার, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক অমিত সরকার সহ আরো অনেকে।
জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি জানান, সরকারি নীতিমালা অনুযায়ী হুরুয়া দক্ষিণ পাড়া মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পের আওতাধীন ভূমিহীন ৫০টি পরিবারের জন্য ঘরগুলো নির্মাণ কাজ অনেক আগেই শেষ করা হয়েছে। আজকে ভূমিহীন ৫০টি পরিবারের মাঝে আমরা লটারীর মাধ্যমে নিরপেক্ষ থেকে প্রত্যেকের ঘরগুলো চাবীসহ বুঝিয়ে দেওয়া হয়েছে। গৃহহীন ও ভূমিহীন হতদরিদ্র মানুষদের জন্য প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পের আওতাধীন সারাদেশে ঘর নির্মাণ করে দেওয়াই এসময় তিনি জিনদপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় ঘর পাওয়া হতদরিদ্র পরিবারগুলোর সদস্যরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জমিসহ ঘর দিছেন। সন্তানদের নিয়ে পরের জমিতে আর আমাদের থাকতে হবে না। এখন আমরা আর ভূমিহীন বা গৃহহীন না। আমরা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
উল্লেখ্য, সরকারের আশ্রয়ন প্রকল্পের আওতায় নির্মিত ভূমিহীন ও গৃহহীন প্রতিটি পরিবার ২ শতাংশ জমিসহ ২ কক্ষ বিশিষ্ট একটি আধাপাকা ঘরে থাকছে একটি রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা। এছাড়াও রয়েছে বিশুদ্ধ খাবার পানি ও বিদ্যুতের ব্যবস্থা। ঘরের পাশে সবজি চাষসহ আয়বর্ধক নানা সুযোগ-সুবিধার ব্যবস্থাও রয়েছে।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on pinterest
Pinterest
Share on reddit
Reddit

Discussion about this post

এই সম্পর্কীত আরও সংবাদ পড়ুন

আজকের সর্বশেষ

ফেসবুকে আমরা

সংবাদ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১