রাঙ্গামাটির লংগদু উপজেলায় আর্ত মানবতার সেবায় লংগদু জোনের আয়োজনে দিন ব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে।সোমবার( ২৮ আগস্ট) সকাল ১১টায়, লংগদু জোনের অন্তর্গত ভাইবোনছড়া এলাকায়, লংগদু জোন কর্তৃক ৩শতাধিক পাহাড়ী বাঙ্গালী অসহায় দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঔষুধ বিতরণ এবং স্থানীয় অসহায় দরিদ্রদের মাঝে চিকিৎসা অনুদান প্রদান করা হয়।জোন অধিনায়ক লেঃকর্ণেল হিমেল মিয়া”র নির্দেশনায় এবং রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন জোবায়ের আহমেদ সজল এর নেতৃত্বে মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হয়।এসময় স্থানীয় ভুক্তভোগীরা লংগদু জোন কর্তৃক এই বিনামূল্যে চিকিৎসা সহায়তার ভূয়সী প্রশংসা করেন এবং জোন কমান্ডার, লংগদু জোন এর প্রতিগ ভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Discussion about this post