ঝালকাঠি রাজাপুরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরনের উপর পরিকল্পিত ভাবে হামলার অভিযোগ উঠেছে একই কমিটির সদস্য সচিবের বিরুদ্ধে। মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত কিরন রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।কিরন অভিযোগ করে জানান, বড়ইয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিক মৃধাসহ তার অনুসারীরা পরিকল্পিতভাবে তার উপর হামলা চালায়। অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিক মৃধা জানান, অযোগ্য লোক দিয়ে ইউনিয়ন কমিটি ঘোষনা দেয়ার কারন জানতে চাইলে উপজেলা ছাত্রদলের আহব্বায়ক কিরনের অনুসারীরা আমার সাথে অসৌজন্যমূলক আচরন করায় কিছু নেতাকর্মীরা কিরন’কে মারধর করে। এ ঘটনায় সিনিয়র নেতৃবৃদরা মিমাংসা করে দিবেন।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় জানান, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Discussion about this post