কক্সবাজার সমুদ্রেরের পাড় আর ঘুরা হলোনা, একটা দূর্ঘটনা সারাজীবনের কান্না হয়ে রইলো পরিবারের মাঝে। অপর মুখি মালবাহী ট্রাকে কেড়ে নিলো তরতাজা ৫ টি প্রাণ।
চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে। সোমবার (২১ মার্চ) ভোর ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রাইভেট কার যোগে তারা সবাই কক্সবাজারের বেড়াতে যাচ্ছিল। এ সময় আধুনগর বাজারে পৌঁছলে চট্টগ্রাম অভিমুখী একটি মালবাহী ট্রাক গাড়ি নম্বর চট্টমেট্রো-ট ০৩১৫) গাড়ির সঙ্গে প্রাইভেট কার (রেজি. নম্বর চট্টমেট্রো-গ ০০৫২) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতেরা হলেন নগরের কোতোয়ালী এলাকার ফারুক হোসেনের ছেলে রিজভী সাকিব (২৪),
সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়া এলাকার মৃত নওশের আলীর ছেলে খোরশেদ আলী সাদ্দাম (৩০)
সাগরিকা অলংকার এলাকার সালামত আলীর ছেলে মনসুর আলী (২৪),লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের মৃত নাসির উদ্দিনের ছেলে মো. হারুনুর রশিদ (৩০),পাহাড়তলী এলাকার খাইরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৭)।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি) সিরাজুল ইসলাম মহানগর নিউজকে জানান, নিহতের ৫ জনের মধ্যে ৪ জন ঘটনাস্থলে নিহত হন। এদের মধ্যে গুরুতর আহত মনসুর আলীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহতদের মরদেহ থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ গুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা তিনি।
Discussion about this post