কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন শনিবার (০২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। এসময় মহাপরিচালক হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে হাসপাতালের সভাকক্ষে সকলের সাথে মতবিনিময় করেন এবং জরুরি সেবা ব্যবস্থা, ডেঙ্গু পরিস্থিতির মোকাবেলায় ডেঙ্গু ওয়ার্ড সহ হাসপাতালের সকল ওয়ার্ড ঘুরে দেখেন।
হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজ নেওয়া সহ, নব নির্মিত ডায়ালাইসিস ওয়ার্ডের বাকী কার্যক্রম এবং নবসজ্জিত আইসিইউ ঘুরে দেখেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এরপর হাসপাতাল চত্বরে তিনি একটি বৃক্ষ রোপন করেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ডা. মো: আজিজুর রাহমান সিদ্দিকী, পরিচালক, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, অধ্যাপক ডা. মোস্তফা কামাল আজাদ,অধ্যক্ষ, কুমিল্লা মেডিকেল কলেজ, সিভিল সার্জন কুমিল্লা। আরও উপস্থিত ছিলেন সকল উপ- পরিচালক, সহকারী পরিচালক, অধ্যাপক, কন্সাল্টেন্ট সহ হাসপাতালের সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।
Discussion about this post