ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীপিকা চাকমা নামক এক শিক্ষার্থীকে রাঙামাটির সাজেক থেকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সাজেকের সিজকছড়ি এলাকা থেকে ওই শিক্ষার্থী অপহরণের শিকার হন।অপহৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও খাগড়াছড়ি জেলার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, যে এলাকা থেকে পর্যটককে অপহরণ করা হয়েছে সেটি ইউপিডিএফের নিয়ন্ত্রণাধীন এলাকা হিসেবে পরিচিত বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, দীপিকা চাকমাকে উদ্ধারে কাজ করছে পুলিশ, সেনাবাহিনী। বাকি শিক্ষার্থীদের সাজেকের সেনাবাহিনীর একটি ক্যাম্পে নিরাপদে আছে।
রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৩০ জনের একটি দল সাজেক যাচ্ছিলেন। যাওয়ার পথে সিজকছড়ি এলাকায় ১০ থেকে ১৫ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী গাড়ির গতিরোধ করে শিক্ষার্থী দীপিকা চাকমাকে তুলে নিয়ে যায়। এই ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ, সেনাবাহিনী পর্যটককে উদ্ধারে কাজ শুরু করেছে।
Discussion about this post