ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের দক্ষিণ রাজাপুর বলাইবাড়ী এলাকাথেকে মিজানুর রহমান (৩৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিজানুর রহমান ওই এলাকার নূর হাফেজ ফরাজির ছেলে। গতকাল রাত ৮ টার দিকে নিজ ঘরের পাটাতনের হুকের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে মিজানুর।খবরপেয়ে রাজাপুর থানা পুলিশ রাত ১০ টার দিকে মিজানের মরদেহ উদ্ধার করে।
নিহতের মা জানায়, মিজানুর দীর্ঘদিন যাবৎ মানুষিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। পাবনা সহ বিভিন্ন যায়গায় চিকিৎসা করালেও মিজানুর পুরোপুরি সুস্থ্য হয়নি। মিজানুর অসুস্থ থাকার কারনে তাকে ছেড়ে তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে রাজাপুরে মামার বাড়ীতে থাকতো।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় জানায় , এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মিজানুরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং রাজাপুর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
Discussion about this post