: গত ২৭ আগস্ট (রবিবার) দৈনিক জাগো জনতা পত্রিকার প্রথম পৃষ্ঠায় একস্লিপ খবরের শিরোনাম “খাগড়াছড়ি শশুর-জামাই’র রামরাজত্ব” চলছে ঘোষণা দেওয়া হয় শিগগিরই ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হবে, তাতেই পুরো খাগড়াছড়ি জেলা জুড়ে সাধারণ মানুষের মাঝে একটা প্রতিক্রিয়া শুরু হয়। ঐদিকে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের একাংশ দুর্নীতিবাজদের রক্ষাকবচ হিসেবে কাজ করছেন তাদের মধ্যে দিদাধন্ধ শুরু হয়। গত ৩ সেপ্টেম্বর (রবিবার) দৈনিক যুগান্তর পত্রিকার প্রথম পৃষ্ঠায় “কুজেন্দ্রলাল ত্রিপুরার সম্পদের পাহাড়” শিরোনামে ফলাও করে সংবাদটি প্রকাশিত হলে খাগড়াছড়ি স্হানীয় জনসাধারণের মাঝে উচ্ছাসিত দেখা যায়। ঐদিকে দুর্নীতিবাজদের রক্ষাকবচকারী জেলা আওয়ামী লীগের একাংশ রবিবার বিকালে সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। সেখানে তেমন কোনো জেলার সিনিয়র সাংবাদিক ও প্রথম শ্রেণীর কোনো পত্রিকার সাংবাদিকদের উপস্থিতি ছিলোনা। পরের দিন ৪ সেপ্টেম্বর (সোমবার) বিক্ষোভ মিছিল করবে বলে জানিয়ে দেয় সংবাদ সম্মেলনে। পরের দিন ৪ সেপ্টেম্বর (সোমবার) দৈনিক জাগো জনতা পত্রিকার প্রথম পৃষ্ঠায় “খাগড়াছড়ি শশুর -জামাই’র’র রামরাজত্ব” শিরোনামে প্রথম পূর্ব ফলাও করে সংবাদটি প্রকাশিত হলে তাতে আরও ক্ষিপ্ত হয়ে উঠে, এবং সোমবার সকাল ১১ টায় দুর্নীতিবাজদের রক্ষাকবচ হিসেবে জেলা আওয়ামী লীগের একাংশ স্ব-দেড়শত পুরুষ – মহিলা নিয়ে বিক্ষোভ মিছিল করে খাগড়াছড়ি জেলা সদরে। বিক্ষোভ মিছিলে উপস্থিতি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। বিক্ষোভ মিছিল শেষে চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু মিছিলে আসা একাংশ নেতা কর্মীদের সাথে চা-নাস্তা খেয়ে জেলা পরিষদ নিজ কার্যালয় কক্ষে গিয়ে দেখেন দুদকের একটা টিম বসে আছে। দুদক টিম দেখে চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর মাথায় যেনো পুরো আকাশটা ভেঙ্গে পড়েছে। ভাবতেই পারেন নি এই সময়ের মধ্যে দুদক টিম তার অফিস কক্ষে স্ব-শরীরে উপস্থিত হবেন। ঐদিকে কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপির ও মংসুইপ্রু চৌধুরী অপুর অনুসারী দুর্নীতিবাজদের রক্ষাকবচকারী জেল আওয়ামী লীগের একাংশ দুদকের আগমন দেখে সবাই গোমড়ামুখো হয়ে যায়। জানা যায়, রাঙামাটি আঞ্চলিক কার্যালয় থেকে উপ-পরিচালক জাহিদ কামাল’র নেতৃত্বে ৪ সদস্যর একটা টিম খাগড়াছড়িতে যায় এবং জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুকে জিজ্ঞেসাবাদ করার পর পৌরসভাতেও অভিযান চালায়।
Discussion about this post