চাঁদা আদায়কাল নিরাপত্তাবাহিনীর ফাল্টা গুলিতে কুকি চিন আর্মি কেএনএ’র এক সদস্য আহত হয়েছে। আহত কেএনএ সদস্যের নাম বয় রাম বম(২৫)। (১৮ সেপ্টেম্বর) সোমবার সকাল ১১টায় রুমা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিন একবেলা রুমা বাজারের সাপ্তাহিক হাটের দিন। এ দিনে কেএনএ সন্ত্রাসীরা ব্যবসায়ীদের কাছ থেকে প্রকাশ্যে চাঁদা নিতে বাজারে আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তাবাহিনীর সদস্যরা ওঁত পেতে ছিলো। সকাল ১১টার দিকে ৩-৪জন কেএনএ সদস্য রুমা বাজারে ব্যবসায়ীদের নিকট থেকে প্রকাশ্যে চাঁদা নিতে আসলে কেএনএ সদস্যরা নিরাপত্তাবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের দিকে গুলি চালালে নিরাপত্তাবাহিনীও পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় কেএনএ সদস্যরা ৪-৫ রাউন্ড গুলি চালায়। জবাবে নিরাপত্তাবাহিনীও ৫ রাউন্ড গুলি চালায়। এতে ১ জন বয় রাম বম(২৫) নামে এক কেএনএ সদস্য গুলিবিদ্ধ হয়। বাকিরা বিভিন্ন দিকে দৌড়ে পালিয়ে যায়। তার শরীরে মোট তিনটি গুলি লেগেছে। দুইটি গুলি পিঠে এবং একটি গুলি ডান পায়ের হাঁটুর ওপরে লেগেছে। এসময় তার নিকট থেকে একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়। আহত বয় রাম বম রুমা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেথেল পাড়ার বাসিন্দা। বর্তমানে তিনি রুমা সদর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার পর ওই এলাকায় জনগণ আতঙ্ক দেখা দিয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে এলাকায়।
Discussion about this post