কুমিল্লার মুরাদনগরে রাতের আঁধারে ঘরে ঢুকে আমেনা খাতুন (৮০) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আমেনা খাতুন উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া (পশ্চিম পাড়া) গ্রামের মৃত তালেব আলি ব্যাপারীর স্ত্রী।
বুধবার ১১ (অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। নিহতের বড় ছেলে আবু ইউসুফ জানায় বুধবার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমাতে যায় তার মা নিহত আমেনা খাতুন। বৃহস্পতিবার সকাল ৬ টায় নিহতের নাতি সাগর তাকে নাস্তার জন্য ডাকতে গিয়ে দেখে ঘরের দরজা খোলা। ঘরে প্রবেশ করে দেখে খাটের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন আমেনা খাতুন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানায়, হত্যাকান্ড ঘটনাটি আমার কানে আসার সাথে সাথে আমি গ্রাম পুলিশ ও ইউপি সদস্য নিয়ে ঘটনাস্থলে এসে মুরাদনগর থানা পুলিশকে বিষয়টি অবগত করি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের সদস্যদের মাঝে দ্বন্দ্ব চলছিল, ওই সূত্র ধরে পরিবারের সদস্যরাই এই হত্যাকান্ড ঘটাতে পারে ধারণা করা হচ্ছে !
এই বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারি ইবনে জলিল জানান, আমি সরেজমিনে বিষয়টি তদন্ত করছি, তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হবে।
Discussion about this post