খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পাচার কালে
দেশীয় তৈরী চোলাই মদসহ দুই নারীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের ৮নংওয়ার্ডের গরমছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মানিকছড়ি থানা পুলিশ।
আটককৃত হলেন, রাঙ্গামাটির কাউখালীর কোলাপাড়া এলাকার ক্রইসাচিং মারমা (৩৪) ও কাপ্তাই উপজেলার নিচে নাড়াছড়া পাড়ার থুইয়ইনু মারমা (৩৩)।
পুলিশ সুত্রে জানায়, পাচারের উদ্দেশ্য দেশীয় চোলাই মদ নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে মানিকছড়ি থানা পুলিশ। পরে উপজেলার থানাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নংওয়ার্ডের গরমছড়ি সাকিন এলাকার খাগড়াছড়ি টু চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের উপর দাড়িয়ে থাকা অবস্হায় তাদের দুইজন কে তল্লাশি করে ৫১ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয় এবং মাদকদ্রব্যসহ আসামিদের থানায় নিয়ে আসা হয়।মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনচারুল করিম জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। আইন অনুযায়ী তাদের দুজনের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
Discussion about this post