রেজি তথ্য

আজ: শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২০ অক্টোবর থেকে চট্টগ্রাম জেলায় ২,১৭৫ মন্ডপে এবার দুর্গাপূজা

অনুজ দেব:

চট্টগ্রাম জেলায় সার্বজনীন ও ঘটপূজা মিলিয়ে মোট ২,১৭৫টি পূজামন্ডপে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মহানগরে এবার পূজা মন্ডপের সংখ্যা ২৯৩টি। ২০ অক্টোবর (শুক্রবার) মহাষষ্ঠী তিথিতে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। ২৪ অক্টোবর (মঙ্গলবার) বিজয়া দশমীতে বিসর্জনের মাধ্যমে শেষ হবে পাঁচ দিনব্যাপী শারদীয় উৎসব। আর এই উৎসবকে সামনে রেখে নিরাপত্তাসহ বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও পূজা উদযাপন কমিটি। পূজা পর্যবেক্ষণের জন্য জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে কন্ট্রোল রুম ও পর্যবেক্ষণ টিম গঠন করা হয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে এবার দুর্গোৎসব জমজমাট হবে মনে করছেন বলে পূজার্থীরা। সাত্ত্বিকভাবে পূজা উদযাপনে মহানগর পূজা উদযাপন পরিষদ পূজা মন্ডপগুলোতে আগের দু’বছরের মত এবারও ডিজে অনুষ্ঠান ও হিন্দি গান না বাজানো, রাত ১২টার মধ্যে পূজার আনুষ্ঠানিকতা শেষ করা এবং দশমীতে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা নিরঞ্জনসহ সহ বেশকিছু সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে। চট্টগ্রাম মহানগর পুুলিশের পক্ষ থেকেও পূজাকে নির্বিঘœ করতে এবং অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে। মহানগরসহ জেলার সব মন্ডপে পূজা আয়োজনের সবধরনের প্রস্তুতি শেষ।
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশিষ কুমার ভট্টাচার্য আমাদেরসময়ডটকমকে জানান, শারদউৎসবকে প্রাণবন্ত, সুন্দর ও নিয়মশৃঙ্খলার মধ্যে সম্পন্ন করতে সবধরনের প্রস্তুতি চলছে। সাত্ত্বিকভাবে মায়ের আগমনী ও পূজার অনুষ্ঠানটি সম্পন্ন করবো। মন্ডপে মন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও থাকবে নিজস্ব স্বেচ্ছাসেবক।
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল জানান, সাত্ত্বিকভাবে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে। নগরীর সকল পূজামন্ডপ ডিজেমুক্ত ও প্রতিটি মন্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া পূজার আনুষ্ঠানিকতা রাত ১২টার মধ্যে শেষ করার জন্য পূজার আয়োজকদের প্রতি অনুরোধ করা হয়েছে এবং প্রতিমা বিসর্জন ২৪ অক্টোবর দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে। আমাদের নির্দেশনা ছাড়াও কেন্দ্রীয়ভাবেও বেশ কিছু নির্দেশনা রয়েছে। প্রত্যেকটি পূজা মন্ডপের কাছে নির্দেশনা মেনে পুজা করার অনুরোধ করছি।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন জানান, চট্টগ্রাম জেলার ১৫ উপজেলায় মোট ২ হাজার ১৭৫ মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সার্বজনীন প্রতিমা পূজা ১,৬৫১টি এবং ঘটপূজা ৫২৪টি। এবার পূজা পর্যবেক্ষণের জন্য পরিষদের জেলা কন্ট্রোল রুম ও ৩টি পর্যবেক্ষণ টিম থাকবে।
এদিকে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘেœ পূজা উদযাপন করতে পারে সেজন্য সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ। পূজা চলাকালীন মন্ডপে মন্ডপে দায়িত্ব পালন করবেন পুলিশ সদস্যরা। এছাড়া থাকবে আনসারও। চট্টগ্রাম মহানগর পুলিশের পক্ষ থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত বিভিন্ন নির্দেশনাগুলো সবাইকে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on pinterest
Pinterest
Share on reddit
Reddit

Discussion about this post

এই সম্পর্কীত আরও সংবাদ পড়ুন

আজকের সর্বশেষ

ফেসবুকে আমরা

সংবাদ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১