মো: আনোয়ার হোসাইন, কুমিল্লা:
কুমিল্লা মুরাদনগরের ঐতিহ্যবাহী খুরুইল বুটিয়াকান্দি দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ মুহাম্মদ ছলিম উল্লাহ হুজুরের দাফন সম্পন্ন। খুরুইল আলিম সিনিয়র মাদ্রাসার মাঠে বৃহস্পতিবার (০২ নভেম্বর) ২০২৩ ইং, বাদ জোহর জানাজার নামাজ শেষে মাদ্রাসা আঙ্গিনায় পারিবারিক কবরস্থান দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি বুধবার (০১ নভেম্বর) দুপুর ১২:৩০ মিনিটের সময় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্তেকালের সময় বয়স হয়েছিল ৭৭ বছর। মরহুম আলহাজ্ব হযরত মাওলানা শাহ মুহাম্মদ ছলিম উল্লাহ পীর সাহেব হুজুরের জানাজার নামাজে অংশগ্রহণ করে আলোচনা পেশ ও জানাজার নামাজ শেষে মোনাজাত করেন প্রখ্যাত আলেমেদ্বীন ঐতিহ্যবাহী ধামতী দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা বাহাউদ্দীন। জানাজার নামাজ পড়ান কুমিল্লার গর্ব বাংলাদেশ বেতারের আরবী বিভাগের ইনচার্জ ও দরবারের বর্তমান পীর সাহেব, মরহুম আলহাজ্ব হযরত মাওলানা শাহ মুহাম্মদ ছলিম উল্লাহ পীর সাহেবের সুযোগ বড় ছেলে ড. শাহ মুহাম্মদ এনামুল হক আজহারী।
উক্ত জানাজার নামাজের পূর্বে মোবাইল ফোনে সংযুক্ত হয়ে শোক জানিয়েছেন কুমিল্লা (০৩) মুরাদনগরের এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।আরেো আলোচনা পেশ ও উপস্থিত ছিলেন মো: আলমগীর কবির, সাবেক সভাপতি, খুরুইল সিনিয়র আলিম মাদ্রাসা, সদস্য কুমিল্লা উত্তরজেলা আওয়ামী লীগ। আব্দুল করিম হুজুর, সাবেক সুপার অএ মাদ্রাসা। মরহুম পীর সাহেবের জামাতা মাওলানা আনিছুর রহমান, ভাইস প্রিন্সিপাল মুরাদনগর মাদ্রাসা। সাইফুল ইসলাম শহীদ, সাবেক ভাইস চেয়ারম্যান দেবিদ্বার উপজেলা। ইউসুফ হাকিম সোহেল, সাবেক ভাইস চেয়ারম্যান মুরাদনগর উপজেলা। জনাব আবু হানিফ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও লেখক।
মাও: মো: আনোয়ার হোসাইন, কবি,সাংবাদিক ও কলামিস্ট :-কেন্দ্রীয় সহ -গণমাধ্যম সম্পাদক, সেভেনটি ওয়ান প্রেসক্লাব।সহ-সভাপতি, বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা কমিটি। সদস্য মুরাদনগর উপজেলা প্রেসক্লাব,
প্রতিষ্ঠাতা সভাপতি বাংগরা বাজার থানা প্রেসক্লাব।
জানায় উপস্থিত সকল মুসল্লীদের কাছে দোয়া কামনা করে আলোচনা পেশ করেন খুরুইল বুটিয়াকান্দি হাফেজী মাদ্রসার ও নামিরা হজ্জ এন্ড উমরাহ সার্ভিস এর পরিচালক মরহুম আলহাজ্ব হযরত মাওলানা শাহ মুহাম্মদ ছলিম উল্লাহ পীর সাহেবের সুযোগ্য সন্তান পীরজাদা আলহাজ্ব হযরত মাওলানা এমদাদুল হক প্রমুখ।
উল্লেখ্য : মরহুম আলহাজ্ব হযরত মাওলানা শাহ মুহাম্মদ ছলিম উল্লাহ পীর সাহেবর জানালায় দেশবরেণ্য আলেম, পীর মশায়েখ, রাজনীতিবিদ, সাংবাদিক ও কলামিস্ট, লেখক সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অশ্রুসিক্ত নয়নে রুহানি দোয়া কামনা করে দাফন সম্পন্ন করা হয়। মরহুম পীর সাহেব ০৭ ছেলে ০২ মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন, বক্ত মুরিদানসহ অনেক সুযোগ্য উওরসুূরী এবং গুন গাহি রেখেগেছেন।
Discussion about this post