রেজি তথ্য

আজ: মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পোকখালীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

রেজাউল করিম, ঈদগাঁ প্রতিনিধি :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর- চৌফলদন্ডী সড়কে প্রতিনিয়ত বাড়ছে দূর্ঘটনা। এ দূর্ঘটনা এড়াতে নিরাপদ সড়কের দাবীতে ২১ শে মার্চ সোমবার সকাল ১০ টায় পোকখালী মুসলিম বাজারে চৌফলদন্ডী ও আবুল ফজল পাড়া সংলগ্ন তিন রাস্তার মোড়ে মানববন্ধন করেন মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশন নামে একটি অরাজনৈতিক, সমাজিক সংগঠন ও পোকখালী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার উদ্দিন বাবুল ও মক্কা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব হাবিব উল্লাহ সওদাগর। এতে বক্তব্য রাখেন মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশন সভাপতি ডাঃ এম, রেজাউল করিম টিপু ও আবুল ফজল পাড়া জুমা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি রশিদ আহমদ। মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশন পোকখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন কাদেরের সঞ্চালনায় এতে সমাপনী বক্তব্য রাখেন মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ওসমান গণি (ইলি)।

এ সময় বক্তারা বলেন, প্রতিনিয়ত লবণ বোঝায় ট্রাক যাতায়াতের ফলে সড়কে লবণের পানি পড়ে পিচ্ছিল হয়ে যাওয়ায় দূর্ঘটনা ঘটছে। লবণের পানি না পড়ে মত ট্রাকে পলিথিন ব্যবহার করা। চালকের বেপরোয়া যান চলাচলের কারণে সড়কে দূর্ঘটনা ঘটে। লবণ বোঝাই যান বাহনসমূহ দ্রুত চলাচলের কারণে দুর্ঘটনার সৃষ্টি হয়। শুধু দুর্ঘটনা নয়, তারা এ এলাকার শিক্ষা প্রতিষ্ঠান পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, পোকখালী মাদ্রাসা, ইছাখালী মাদ্রাসা, আইডিয়াল কেজি স্কুল, পাবলিক স্কুল, মধ্যম পোকখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাফেজ খানা, নূরানী মাদ্রাসার ছাত্র ছাত্রীদের পড়ার পরিবেশ নষ্ট করে চলছে। শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে চিন্তিত অভিভাবকরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন কৃষক লীগের সভাপতি, রহমতুল্লাহ, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, মসজিদ কমিটির সহ সভাপতি মোক্তার আহমদ, আব্দুল আলিমসহ অসংখ্য নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ। সার্বিক সহযোগিতায় ছিলেন মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল কাদের ইমন, অর্থ সম্পাদক সাঈদি, মারওয়ান ঈমন, রিদুয়ান, কলিম উল্লাহ, রাশেল, গফুর, মিজানসহ স্হানীয় এলাকাবাসী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on pinterest
Pinterest
Share on reddit
Reddit

Discussion about this post

এই সম্পর্কীত আরও সংবাদ পড়ুন

আজকের সর্বশেষ

ফেসবুকে আমরা

সংবাদ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০