রেজি তথ্য

আজ: শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

যোগ্য শিক্ষার্থী তৈরীতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে – ব্যারিস্টার আনিস

মোহাম্মদ হোসেন, হাটহাজারী :

হাটহাজারীতে অবসর প্রাপ্ত ও নবনিযুক্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ নভেম্বর) দুপুরে হাটহাজারী উপজেলা শিক্ষক সমিতি আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী সংসদীয় আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।পৌরসভার আলমপুরস্থ একটি কনভেনশন সেন্টারে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠন সভাপতি মোঃ ফিরোজ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাইনুদ্দিন মজুমদার বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রনজিৎ কুমার নাথ, বি টি এ চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লকিতুল্লাহ, সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী যুগ্ম সম্পাদক শিমুল কান্তি মহাজন। অতিথি ছিলেন রাজনৈতিক ব্যাক্তিত্ব ইউনুস গনি চৌধুরী, মঞ্জুরুল আলম চৌধুরী, সৈয়দ মনজুরুল আলম শাহনেওয়াজ হোসেন চৌধুরী।এতে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “সরকারি বেসরকারি এই আলাদা শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূর করা গেলে সরকার ঘোষিত স্মাট বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ সহজ হবে। সরকার বেতন বৈষম্য দূরীকরণের উদ্যোগ গ্রহন করেছে। সরকারের এই উদ্যোগের ফলে শিক্ষকদের সম্মান বৃদ্ধি পেয়েছে। জাতিকে এগিয়ে নিয়ে বিশ্বের সাথে তাল মিলানোর প্রতিযোগীতায় নিজেদের টিকিয়ে রাখাতে যোগ্য শিক্ষার্থী গড়ে তুলতে হবে। আর এই যোগ্য শিক্ষার্থী তৈরীতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ”

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন বাবুল চন্দ্র সরকার, আলী নাসের চৌধুরী, সুনীতি বিকাশ আচার্য, রতন কুমার নাথ, নব নিযুক্ত শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন গোলাম আজম। সংগঠন প্রাক্তন সভাপতি এমরান হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃমকছুদুল করিম। শিক্ষক চাঁন মিয়া ও গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ করেন যথাক্রমে মোঃ কাউসার, অনুপম ভট্টাচার্য ও সজিব কুমার সিংহ। অনুষ্ঠানে ১ম ১০ অবসর প্রাপ্ত এবং ১ শ ২০ জন নব নিযুক্ত শিক্ষককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। প্রধান অতিথি ও অতিথি বৃন্দ সংবর্ধিত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on pinterest
Pinterest
Share on reddit
Reddit

Discussion about this post

এই সম্পর্কীত আরও সংবাদ পড়ুন

আজকের সর্বশেষ

ফেসবুকে আমরা

সংবাদ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১