খাগড়াছড়ি সদর হতে এম্বুলেন্সে করে ফেনীতে পাচারের সময় ১২৫ লিটার দেশি চোলাই মদসহ দু’জনকে আটক করেছে রামগড় থানার পুলিশ।জানা যায় ৭ নভেম্বর রাতে এসআই মোহাম্মদ জাফর আলম নেতৃত্বের একটি রাত্রিকালীন টহল দল চেকপোষ্টে ডিউটি করাকালে খাগড়াছড়ি টু ফেনীগামী একটি এ্যাম্বুলেন্স গাড়ি তল্লাশি করে দুইজন পাচারকারী সহ ১২৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ আটক করে থানায় নিয়ে যায়। আটকৃতরা হলো খাগড়াছড়ি সদরের মোল্লাপাড়ার বেলাল হোসেনের ছেলে মোঃ ইমন হোসেন হৃদয় (২১) ও শালবাগান এলাকার হুমায়ুন কবিরের ছেলে মোঃ ফরিদুল ইসলাম মেহেদী (২৫)।রামগর থানার ওসি জানায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Discussion about this post