বিএনপির ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘণ্টা সড়ক অবরোধ চলাকালে খাগড়াছড়ির আলুটিলায় কাভার ভ্যানে আগুন, জায়গা জায়গায় টায়ার পুড়িয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করা হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ির আলুটিলায় নামক এলাকায় কাভার ভ্যানে আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে।
এদিকে বিএনপির নেতাকর্মীরা অবরোধের সমর্থনে রাস্তায় গাছের গুড়ি ফেলে, টায়ারে আগুন লাগিয়ে অবরোধ সফল করার চেষ্টা করছে বলে খবর পাওয়া গেছে।
তবে অবরোধের কারণে আভ্যন্তরীণ রোড়ে কিছু কিছু যান চলাচল করছে পাশাপাশি সিএনজি, মোটরসাইকেল চলাচল করলেও দূর-পাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, খাগড়াছড়ির বিভিন্ন সড়কে জনগনের জান ও মালের নিরাপত্তায় অবরোধের পিকেটিং করতে পারে এমন স্থান গুলোতে পুলিশের পাশাপাশি বিজিবি, সদস্যদের টহল দিতে দেখা গেছে। অপ্রীতিকর যে কোন ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
Discussion about this post