কুমিল্লার মুরাদনগরে পাহাড়পুর ইউনিয়নের বাশকাইট (পশ্চিম পাড়া) গ্রামে একই পরিবারের তিন শিশু পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (০৮ নভেম্বর) দুপুরে আলম মেম্বারের বাড়িতে সুরুজ মিয়ার পুকুরের ঘাটলায় গোসল করতে গিয়ে এমন দুর্ঘটনা শিকার হয় ওই তিনি শিশু।
মৃত আমেনা খাতুন (১২) ও সামিয়া আক্তার (৬) সালাম মিয়া ও রহিমা বেগমের মেয়ে। অপর আরেক শিশু সাদিয়া আক্তার (৭) একই বাড়ির সালাম মিয়ার ভাই কাউসার মিয়া ও সীমা আক্তারের মেয়ে।
এক পরিবারে তিন শিশু পানিতে পড়ে মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের মাতম বইছে।
নিহতদের স্বজনদের কাছ থেকে জানা যায়, দুপুরে গোসল করতে গিয়ে ফিরতে দেরি হওয়ায় তাদের খুঁজতে গিয়ে স্বজনরা দেখতে পায় পুকুর ঘাটে শিশুদের জুতা পড়ে আছে। পানিতে নেমে খোঁজাখুঁজি করে তিন শিশুর মৃতদেহ উদ্ধার করে বাড়ির লোকজন।
মুরাদনগর থানার ওসি প্রবাস চন্দ্রধর ঘটনার সততা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।পরিবারের লোকজনের প্রতি সমবেদনা জানানোর ভাষা আমার জানা নেই।
Discussion about this post